Tuesday, December 13, 2011

যে সব বিষয়ে লেখা জমা দেয়া যাবে



জানুয়ারী-ফেব্রুয়ারী,২০১২ সংখ্যাটি আমাদের প্রত্যাশার প্রথম সংখ্যা। এই সংখ্যাটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে নবীন-প্রবীন লেখকদের কাছ থেকে আমরা লেখা আহবান করেছি।
যে সব বিষয়ের উপর লেখা জমা দেয়া যাবে সে বিষয়গুলো হলো-

১. প্রবন্ধ।
২. প্রতিবেদন।
৩. নিজস্ব আবিষ্কারের কথা।
৪. টিপস্।
৫. টিউটোরিয়াল।
৬. গল্প- কবিতা।
৭. রম্য রচনা।
৮. হাসি- মশকরা।
৯. সাম্প্রতিক খবরাখবর।
১০. গেমস্- সফটওয়্যার রিভিও।
১১. বাজারের খবর।
(সকল বিষয় প্রযুক্তি সম্পর্কিত)

লেখা জমা দেয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর
লেখা পাঠানোর ঠিকানা -
banglatech@ymail.com


(ধারাবাহিক টিউটোরিয়াল পাতায় যারা ধারাবাহিকভাবে লিখতে চান,তাদেরকে মোবাইল নাম্বার সহ মেইল করার অনুরোধ রইলো)


4 comments:

আমি এই ব্লগে টিপস দেয়ার জন্য আগ্রহী , ২০ তারিখের মধ্যে ই-মেইল
করতে পারিনি ,এখন কি কোন প্রকার সুযোগ আছে ? টিপস নিয়ে আমার একটা নতুন ব্লগ আছে দেখতে পারেন http://sajibcomputer.blogspot.com

ধন্যবাদ আপনাকে। আমরা আপনার সাথে যোগাযোগ করছি।

কই কোন যোগাযোগ ত করলেন না । আশা করি করবেন আমার মোবাইল নম্বর ০১৮২৫৯৪৮১৯৬

ধন্যবাদ। সাথেই থাকুন

Post a Comment